ভরা শীতের মৌসুমে কুকুরের মাংস খাওয়ার ধুম পড়ে চীনে। ফলে এই সময়ে কুকুরের সংকট দেখা দেয় এবং মাংসের মূল্য বেড়ে যায় কয়েকগুন।
এমন অবস্থায় কুকুর শিকারে বের হন এক রেস্টুরেন্ট ব্যবসায়ী। শহরের রাস্তায় ঘুরতে ফিরতে থাকা কুকুরের ওপর এক ধরনের যন্ত্রের সাহায্যে বিষাক্ত রাষায়নিক ছুঁড়ে মেরে সেগুলোকে ধরে নিয়ে যাচ্ছিলেন স্কুটিতে করে।
দুই ঘণ্টার মধ্যে একটি আবাসিক এলাকার বিভিন্ন স্থান থেকে তিনি ৮টি কুকুর এভাবে ধরেন। কিন্তু পুলিশ সিসি ক্যামেরায় এমন কাণ্ড দেখে তার পিছু নেয়। এক পর্যায়ে ধরে ফেলা হয় তাকে।
তখন রেস্টুরেন্ট মালিক জানান, কুকুরের মাংস দিয়ে ‘ডগ হটপট’ বানিয়ে বিক্রির জন্য তিনি এমন কাজ করেছেন।
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, দূর থেকে একটি যন্ত্র দিয়ে কুকুরের গায়ে বিষাক্ত ক্যামিকাল ছুঁড়ে মারার পর রাস্তায় কষ্ট কাতরাচ্ছে কুকুর। এরপর স্কুটি নিয়ে দৌড়ে এসে সেটিকে নিয়ে চম্পট দিচ্ছেন ওই ব্যক্তি।
ডিসেম্বরের ১৫ তারিখের ওই ঘটনায় চাংশু শহরের চেন নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সূত্র: ডেইলি মেইল।
Leave a reply