বলিউড সুপারস্টার সালমান খান কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। এর আগে রিয়েলিটি শো বিগ বসের ১৩-তম সিজনে রান্না করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার বাথরুম ‘বিগ বস’র বাথরুম পরিষ্কার করলেন নিজের হাতে! সেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোরগোল উঠেছে। সূত্র: এনডিটিভি।
সালমান ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই যেন ভিরমি খেয়েছেন। সম্প্রতি রিলিজ পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাথরুমের পাশাপাশি বিগ বস-১৩’র রান্নাঘরও নাকি পরিষ্কার করেছেন সালমান।
বিগ বসের ঘরে জমিয়ে পার্টি হয়েছিল ভাইজানের জন্মদিনের। হুল্লোড়, খানা-পিনার পর ঘরের দশা এতটাই খারাপ হয় দেখে অস্বস্তিতে পড়েন সালমান। সঙ্গে সঙ্গে নিজের হাতে ঘর পরিষ্কার করতে শুরু করেন।
রিয়েলিটি শো-এর প্রচারে বলা হয়েছে, যাদের সেখানে দেখা যাচ্ছে তারা সবাই ঘরটিতে থাকেন। সবাই নিজের নিজের ঘর পরিষ্কার করেন নিজের হাতে। বাকি ছিলেন সঞ্চালক সালমান। তিনিও নিজের তাগিদে হাত লাগালেন।
চলতি সপ্তাহে শেহনাজ গিল বিগবসের দায়িত্ব নেয়ার পর নাকি ঘরবাড়ির যত্ন নেননি তেমন একটা। সেই কারণেই কিনা নিজের হাতে কাজ করে সবাইকে বার্তা দিতে চাইলেন বলিউডের ভাইজান।
Leave a reply