‘সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ’

|

জানুয়ারির শেষ দিকে পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কিনা সেই অনিশ্চয়তা আরও গাঢ় হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কথায়। তাঁর মন্ত্রণালয় যে ওয়াকিবহাল নয়, বিসিবিও যে কোন কিছু জানায়নি সেটাও স্পষ্ট প্রতিমন্ত্রীর কথায়।

তবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, তার আগে নয়- বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এসময় নিরাপত্তা ইস্যুতে সিরিজ খেলতে খেলোয়াড়দের অনাগ্রহের কথা বিসিবি এখনও মন্ত্রনালয়কে জানায়নি বলে উল্লেখ করেন তিনি।

আজ রোববার সচিবালয়ে ওআইসি ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, বিসিবি যেহেতু টি-টোয়েন্টি সিরিজ সেদেশে খেলতে চায়, আর পাকিস্তান যদি শেষ পর্যন্ত সম্মত হয়ে যায়- তখন বিসিবি’র কাছে সরকার জানতে চাইবে, কোন পরিস্থিতিতে তারা সফরে যাচ্ছে?

ইতিমধ্যে বিসিবির পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার প্রস্তাব দেয়ায় চটেছে পাকিস্তান। আর তাই সিরিজের ভবিষ্যতও শঙ্কার মধ্যে পড়েছে।

এ পরিস্থিতিতে বিসিবিও তাকিয়ে আছে পিসিবি’র দিকে। খণ্ডিত সিরিজ খেলতে তারা যদি রাজী হয়ে যায়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সঙ্কেত মিলবে তো! পরিস্থিতি যে ঘোলাটে তা স্পষ্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কথায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply