মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান থাকতে বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সম্প্রতি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন বছরের শুভকামনা জানাতে লিংক ফরোয়ার্ড করছেন। এতে করে তথ্য হ্যাকিং হওয়ার ঝুঁকি রয়েছে।
সাইবার সিকিউরিটি সেন্টারের গবেষক সৈকত বিশ্বাস বলেন, এটা একটি স্ক্যাম। ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। এর মাধ্যমে তথ্য চুরি হতে পারে।
মেসেঞ্জারে শুভেচ্ছার নামে wish-you.co, wish4u.co, my-love.co বা এমন লিঙ্ক থেকে মেসেজ পাঠানো হয়।
এদিকে নেটিজেনরা এই মেসেজ নিয়ে তাদের বিরক্তিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Leave a reply