Site icon Jamuna Television

বিমানযাত্রায় চাহিদা মতো মদ না দেয়ায় ক্রুর উপর হামলা!

ব্রিটিশ এয়ারলাইন্সের এক যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তার চাহিদামতো মদ সরবরাহ না করায় ক্ষেপ গিয়ে নানা কাণ্ড ঘটিয়েছেন চলন্ত বিমানে। এ ঘটনায় উইলিয়াম ক্লেগ নামে ওই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের অভিযোগে বলা হয়, তিনি সম্প্রতি টেক্সাস থেকে লন্ডনে যাওয়ার সময় ফ্লাইটে ৫ জন ক্রুর উপর হাত তুলেছেন। এছাড়া বিমানে বসেই সিগারেট জ্বালিয়েছে, অন্য ঘুমন্ত যাত্রীর গায়ে উঠেছেন এবং একটি বালিশ ছেঁড়ার চেষ্টা করেছেন।

ডেইলি মেইল জানিয়েছে, চলতি বছরের আগস্টে এই ঘটনা ঘটলেও সম্প্রতি এ সংক্রান্ত মামলা শুনানির জন্য আদালতে উঠে। বিমানে উঠে নিয়ম অনুযায়ী তিনি এক গ্লাস ওয়াইন পেলেও ক্রুদের কাছে বারবার আরও মদ চাচ্ছিলেন।

না দেয়ায় এক পর্যায়ে ক্ষেপে গিয়ে হামলা চালান ক্রুর ওপর। এবং এভাবে চলতে থাকে তার তাণ্ডব। এক পর্যায়ে তাকে হ্যান্ডকাফ পরাতে বাধ্য হলেও শেষমেশ অভিযুক্ত যুবক সেটি ভেঙে নিজেকে মুক্ত করেন! শুনানির পর আদালত তাকে জামিন দিয়ে পরবর্তীতে আরেকটি শুনানির দিন ধার্য্য করে দিয়েছেন।

Exit mobile version