র‍্যাবকে লক্ষ্য করে রোহিঙ্গাদের গুলি, দুই র‍্যাব সদস্য আহত

|

কক্সবাজারের টেকনাফের শরণার্থী শিবিরে র‍্যাব সদস্যের ওপর গুলিবর্ষণ করেছে রোহিঙ্গারা। আজ সোমবার বিকেলে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
এসময় দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে তথ্যে’র ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারীদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গারা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়।

একাধিক সূত্রের দাবি, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় চিহ্নিত কিছু ইয়াবা চোরাকারবারি ও সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে ইয়াবা চোরাচালান, ছিনতাই, অবৈধ অস্ত্রের মজুত, মুক্তিপণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ক্যাম্প এলাকায় র‌্যাবের ওপর গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply