ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, এখন পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
তবে এনডিটিভি জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Leave a reply