Site icon Jamuna Television

ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ।

নির্বাচনে মেয়র পদে এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহণ করেছেন।

তবে গতকাল পর্যন্ত বড় রাজনৈতিক দলের কেউই মনোনয়ন ফরম জমা দেননি।

সোমবার দক্ষিণ সিটি নির্বাচনের রির্টার্নিং অফিসে জমা পড়ে ৬৬ জনের মনোনয়ন ফরম। উত্তরে এ সংখ্যা ৮২।

মেয়র পদে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন আজ।

Exit mobile version