প্রধানমন্ত্রীর কাছে পিইসি ও জেএসসি পরীক্ষার ফল হস্তান্তর

|

প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এরপরই প্রধানমন্ত্রী তা উন্মোচন করে প্রকাশ করেন। প্রধামন্ত্রীর ঘোষণার পর পৃথক সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করবে দুই মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply