এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষায় ফল ঘোষণা করা হয়েছে। এবছর পাসের হার ৮৭ দশমিক নয় শূন্য। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জিপিএ ফাইভের চেয়ে সরকার শিক্ষার মানকে গুরুত্ব দিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবছর জিপিএ ফাইভ পেয়েছে ৭৮ হাজার ৪২৯। গতবছরের তুলনায় বেড়েছে ১০ হাজার ৩৩।
এবার ৯৭ দশমিক ৯৩ শতাংশ নিয়ে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড। ঢাকা বোর্ডের পাশের হার ৮২ দশমিক ৭২ শতাংশ।
Leave a reply