বগুড়া ব্যুরো
করদাতাদের কাছ থেকে ঘুষ নেয়ার দায়ে বগুড়া কর কার্যালয়ের সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে কে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম। মঙ্গলবার দুপুরে শহরের উপশহর এলাকায় কর কমিশনারের কার্যালয় থেকে ৫০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, ওই কার্যালয়ে আয়কর সংক্রান্ত প্রয়োজনে আসা নাগরিকদের কাছ থেকে ঘুষ নেয়া ছাড়া কাজ করেন না-এমন অভিযোগ ছিলো অভিজিৎ এর বিরুদ্ধে। দুদকের তদন্তেও মেলে অভিযোগের সত্যতা।
মঙ্গলবার দুপুরে একজন করদাতা আয়কর সংক্রান্ত কাজে গেলে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন অভিজিৎ। করদাতা তার চাহিদামাফিক সেই টাকা দেয়। এ সময় কার্যালয়ে কৌশলে অবস্থান নেয়া দুদক কর্মকর্তারা ঘুষের টাকাসহ আটক করেন অভিজিৎকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মনিরুজ্জামান।
Leave a reply