ইরাকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বাগদাদে মার্কিন দূতাবাস ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ ইরাকিরা।
মঙ্গলবার দূতাবাসের মূল প্রবেশপথ ভেঙে ভেতরেও ঢুকে পড়ে তারা, আগুন ধরিয়ে দেয় অভ্যর্থনা কেন্দ্রে। সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় জড়ো হওয়া বেশিরভাগ আন্দোলনকারীর পরনে ছিল সামরিক বাহিনীর পোশাক। পরিস্থিতি সহিংস হয়ে উঠলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী এতে আহত হন অনেকে।
অপরদিকে এমন পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে মাশুল গুণতে হবে হবে বলে টুইট বার্তায় হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
গণমাধ্যম বলছে, প্রায় তিন মাস ধরে দেশটিতে চলা সরকারবিরোধী বিক্ষোভের সাথে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচির যোগসূত্র নেই।
Leave a reply