Site icon Jamuna Television

দুর্গম চরে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি শাওন

তজুমুদ্দিনের দুর্গম চর মোজাম্মেলে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার দুপুরে চরের মুক্তিযোদ্ধা বাজারে কম্বল বিতরণ করেন তিনি। পরে চর মোজাম্মেলবাসীর জন্য প্রস্তাবিত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সাব স্টেশনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দুর্গম চরঞ্চালের মানুষও সরকারি সহায়তা পায়। তারই ধারাবাহিকতায় চরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ২০২০ সালের ভিতর চর মোজাম্মেলের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে বলেও আশা প্রকাশ করেন এমপি শাওন।

Exit mobile version