শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চার বছর বন্ধ থাকার পর ক্রোকিমনিরাবাদ আক্কাস বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চালু হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যক্রম চলছে বিদ্যালয়টির। করা হয়েছে বই বিতরণও। বই পেয়েছে ১৩০ জন শিক্ষার্থী। বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়টি চালু হওয়ায় আনন্দ বিরাজ করছে এলাকায়। সকাল থেকেই নতুন পোষাক পরে বিদ্যালয় আসতে শুরু করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের মাঝে বই দিতে পেরে খুবই ভালো লাগছে। এর ফলে শিক্ষাবঞ্চিত চরাঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের থেকে ৩ জন শিক্ষক ওই বিদ্যালয়ে পদায়ন করা হবে।
উল্লেখ্য, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে ২০১২-১৩ অর্থ বছরে স্থাপিত হয় ক্রোকিমনিরাবাদ আক্কাস বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই বছর কার্যক্রম চলার পর শিক্ষক না থাকায় বন্ধ হয়ে যায় পাঠদান। “শরীয়তপুরে স্কুল চার বছর বন্ধ” শিরোনামে ২০১৯ সালের ১৯ নভেম্বর যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে টনক নড়ে প্রশাসনের।
Leave a reply