সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি খুন ও ডাকাতির ১৩ মামলার আসামি।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত আলির ছেলে জাকির হোসেনকে (৪০) পুলিশ আটক করে দু’দিন আগে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে নিয়ে পুলিশ তার অস্ত্র উদ্ধারে যায়। এ সময় দামারপোতা গণঘেরের পাশে বেতনা নদীর বেড়িবাধে পৌঁছলে জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। দু’পক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ পরিদর্শক আরও জানান জাকিরের বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যা, চোরাচালান, ঘের দখল ও ডাকাতির ১৩ টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও দু’রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
Leave a reply