ভারতীয় সেনাদের গুলিতে প্রাণ গেছে ৩ পাকিস্তানি সেনার। মঙ্গলবার ভোররাতে দু’দেশের সীমান্তরেখা ‘লাইন অব কন্ট্রোলে’ গোলাগুলির এ ঘটনা ঘটে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য নয়াদিল্লিকেই দায়ী করছেন পাক সেনারা। আরও গোলাগুলির আশঙ্কায় সীমান্ত এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এদিকে মঙ্গলবার জম্মু-কাশ্মিরে পুলওয়ামায় ভারতীয় সেনাদের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়েশ ই মোহাম্মদ’র। গোলাগুলিতে প্রাণ গেছে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা নূর ত্রালির। জঙ্গিদের আটক করতে এখনো ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। তাদের দাবি, পুলওয়ামায় অবরুদ্ধ হয়ে আছে সংগঠনটির বেশ কয়েকজন সদস্য।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply