সিলেট পর্বের শেষ দিনে আজ রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যা সাড়ে ৬ টায় স্বাগতিক সিলেট আতিথ্য দেবে রাজশাহী রয়্যালসকে। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে হারলেও শনিবার পয়েন্ট নিয়ে ফিরতে চায় খুলনা টাইগার্স। মুশফিকের দলের বিপক্ষে ইনজুরির কারণে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদের খেলা। ৬ ম্যাচে ৫ জয়, আর ৩ হারে ১০ পয়েন্ট খুলনার।
আরেক ম্যাচে সিলেটের আতিথ্য নেবে রয়্যালস। হোম ভেন্যুতে টানা ৩ দিনে ৩ ম্যাচ খেলবে স্বাগতিক সিলেট। কিছুটা ক্লান্তি কাজ করছে ক্রিকেটারদের মধ্যে। ছন্দে থাকা আন্দ্রে রাসেলের দল রাজশাহী অবশ্য এই ম্যাচে জয় দিয়ে শেষ চারের পথ পাকা করতে চায়।
Leave a reply