নাইজেরিয়ার কোগি প্রদেশের একটি গ্রামে চালানো হামলায় প্রাণ গেছে ১৯ জনের। অজ্ঞাত এক গোষ্ঠি শুক্রবার গভীর রাতে তাণ্ডব চালায় গ্রামটিতে। পুড়িয়ে দেয়া হয় স্কুল ও গীর্জাসহ বহু বাড়িঘর। ঘরবাড়িতে লুটপাট চালায় তারা।
হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। তবে স্থানীয়রা বলছে, জাতিগত বিদ্বেষের জেরেই এ হামলা। নাইজেরিয়ায় ছোট বড় অসংখ্য গোষ্ঠি রয়েছে। স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘাতের ঘটনা হয় এদের মধ্যে।
Leave a reply