দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের আবেদনপত্র গ্রহণ। শনিবার দুপুর পর্যন্ত স্বতন্ত্র দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে আপিলের আবেদনপত্র গ্রহণ। এই আবেদন গ্রহণের সময় শেষ হবে আগামীকাল রোববার। সোমবার থেকে বুধবার পর্যন্ত হবে শুনানি শেষে আদেশ দেবেন ঢাকা বিভাগীয় কমিশনার। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যাবে। ঢাকার দুই সিটিতে মোট ৪৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে উত্তর সিটির জাতীয় পার্টির মেয়র প্রার্থী কামরুল ইসলামের আপিল করার কথা রয়েছে।
Leave a reply