দেশের সব সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রলীগের বহু নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে ছাত্রলীগ। প্রত্যেক কর্মীকে সে ইতিহাস জানতে হবে। আচরণ, চলাফেরা সেভাবেই করতে হবে। দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে।
এই অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণ দায়িত্ব দেন শেখ হাসিনা। তিনি বলেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আজ থেকে ভারমুক্ত করে দিলাম। তিনি দুই নেতাকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেনে তিনি।
Leave a reply