অবশেষে চূড়ান্ত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ৬ দল

|

অবশেষে চূড়ান্ত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপের ৬ দল।

স্বাগতিক বাংলাদেশের সাথে কারা থাকতে পারে এবারের আসরে তা নিয়ে বেশ জল্পনা কল্পনা তৈরী হচ্ছিলো বেশ কদিন ধরেই। এমনকি শোনা যাচ্ছিলো এই টুর্ণামেন্টে খেলানোর জন্য ভালো দলও পাচ্ছে না বাফুফে। অবশেষে ৬ দলের নাম ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন।

বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, ফিলিস্তিন, মরিসাস, বুরন্ডি ও সিসেলস। এদের মধ্যে ১০৬ নম্বরে থাকা প্যালেস্টাইন রয়েছে রেংকিং এ সবার উপরে। বুরন্ডি ১৫১, মরিসাস ১৭২, সিসেলস ২০০, শ্রীলঙ্কা ২০৫ আর বাংলাদেশের রেংকিং ১৮৭ তে।

যেখানে গ্রুপ এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ প্যালেস্টাইন ও শ্রীলঙ্কা আর গ্রুপ বি’তে লড়বে বুরন্ডি, মরিসাস আর সিসেলস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply