নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফেডারেশন কাপ। রোববারের ফাইনাল শেষে জানা যাবে কে হচ্ছে এবারেরর চ্যাম্পিয়ন। প্রথমবারের মত ফাইনালে উঠা রহমতগঞ্জ আর বর্তমান রানার্সআপ বসুন্ধরা কিংস আছে সেই দৌড়ে। বিকাল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
নিজেদের ক্লাব ইতিহাস বটেই ফেডারেশন কাপের মতো কোন টুর্নামেন্টে ইতিহাসে প্রথম এবারই ফাইনাল খেলছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। কিন্তু টুর্নামেন্টের আগে এমন বাস্তবতার কথা সমর্থক বা কর্মকর্তাদের কারও ভাবনাতেই আসেনি।
গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র। কোয়ার্টারে শক্তিশালী ঢাকা আবাহনীকে টাইব্রেকারে হারানো। এরপর নতুন উদ্যোমে জেগে উঠা মোহামেডানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া রহমতগঞ্জ এখন রীতিমতো জায়ান্ট কিলার। এবার পুরানো ঢাকার ক্লাবটির টার্গেট বসুন্ধরা কিংস বধের।
এদিকে হট ফেবারিটের তকমা লাগিয়ে মৌসুম শুরু করা বসুন্ধরার তীক্ষ্ম নজর শিরোপায়। প্রথমবারের মতো অংশ নিয়ে গত মৌসুমে তাদের ফিরতে হয়েছিল রানার্সআপের ট্রফি হাতে। এবার অস্কার ব্রুজেনের বাবনায় শুধুই শিরোপা।
নিজেদের নামের প্রতি সুবিচার করেই ফাইনালে উঠেছে দলটি মহাশক্তির এই দলটি।কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধার বিপক্ষে বেগ পোহাতে হলেও, সেমিফাইনালে নবাগত পুলিশ এফসিকে অনেকটা উড়িয়ে দিয়েই ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।
রবিবার মাঠের খেলাতেই আবাহনী-মোহামেডানের দাপট ভেঙ্গে ফেডারেশন কাপ পাবে তার নতুন এক চ্যাম্পিয়ন।
Leave a reply