উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

|

পরমাণু কর্মসূচির সাথে জড়িত উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির ওপর এবার নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নতুন নিষেধাজ্ঞা দেয়া হয়।

মার্কিন প্রশাসনের দাবি, কিম জং সিক এবং রি পিয়ং চোল নামের এ দুই ব্যক্তিই উত্তর কোরিয়ার পারমাণমিক কর্মসূচি এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ও দেশটির সবোর্চ্চ নেতা কিম জং উনের পাশে সবসময়ই দেখা যায় তাদের। নিষেধাজ্ঞার কারণে এ দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রে আর্থিক লেনদেন করতে পারবেন না। এর আগে, শুক্রবার দেশটির ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ অবরোধকে যুদ্ধের শামিল বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং।

যমুনা অনলাইন/এইচেকএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply