Site icon Jamuna Television

এখন থেকে আর সচেতন নয়, সরাসরি জরিমানা করবে সিটি করপোরেশন

এখন থেকে নগরবাসীকে আর সচেতন নয়, এডিস বা কিউলেক্স মশার উৎসস্থল পেলে জরিমানা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এমন তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই।

আজ রোববার সকালে গুলশানে উত্তর সিটি কর্পোরেশন ভবনে কিউলেক্স ও এডিস মশা নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী কিছুদিন মেয়র না থাকলেও মশা নিধন কার্যক্রম বন্ধ থাকবে নাকবে না; বরং বাড়ানো হবে। সাধারণ মানুষের উদাসীনতাকে দায়ী করে বলেন, সিটি কর্পোরেশন আর্থিক দন্ডের পাশাপাশি, আইনী অন্য ব্যবস্থাও নেবে।

Exit mobile version