Site icon Jamuna Television

আওয়ামী লীগ নয় বিএনপিই পরিবারতন্ত্রের পৃষ্টপোষক: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগে পরিবারতন্ত্রের চর্চা হয় না, মির্জা ফখরুলের অভিযোগ তার দলের জন্য প্রযোজ্য বলে জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার দুপুরের সচিবালয়ে তিনি জানান, বিএনপিই পরিবারতন্ত্রের পৃষ্টপোষক। ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল কোন যোগ্যতায় মনোনয়ন পেয়েছেন, তারও প্রশ্ন তোলেন হাসান মাহমুদ।

মন্ত্রী বলেন খালেদা জিয়া তার দলকে পরিবারিক দলে পরিণত করেছে; রাজনীতি না করলেও তারেক রহমানকে হঠাৎ নেতা বানানো হয়েছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েও পরিবারতন্ত্রের কারণে খালেদা জিয়া ও তারেক রহমান দলের শীর্ষ পদে আছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

Exit mobile version