ইরাকে নির্মিত বিমান ঘাটির নির্মাণ ব্যয় না পেলে ইরাক ত্যাগ করবে না মার্কিন সেনারা। রোববার সাংবাদিকদের কাছে এমন সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসময় তিনি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার প্রতিশোধ স্বরূপ ইরাকের উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করার হুমকিও দিয়েছেন।
ট্রাম্প বলেন, আমরা সেখান থেকে সরে আসবো না যতক্ষণ না পর্যন্ত ইরাকে বিমান ঘাঁটি করতে যত অর্থ খরচ হয়েছে তা আমাদের ফেরত না দেয়া হয়। সেখানে উন্নত মানের বিমান ঘাঁটি গড়তে আমাদের বিপুল অর্থ খরচ হয়েছে।
রোববার ফ্লেরিডা থেকে অবকাশ কাটিয়ে ফেরার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইরাকের উপর এমন অবরোধ আরোপ করা হবে যা ইরানের উপরও আরোপ করা হয়নি। ইরাক যদি সেখান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তাহলে ২০০৩ এর মতোই যুদ্ধপরিস্থিতি তৈরি হবে।
Leave a reply