ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন ঘটনার বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ তদন্ত করছে। দ্রুততম সময়ে আসামি গ্রেপ্তার হবে।

সোমবার দুপুরে ঘটনাস্থলে যায় র‍্যাব ও গোয়েন্দা পুলিশের দুটি দল। কুর্মিটোলা গলফ ক্লাবের সামনের জঙ্গলে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থল শনাক্ত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ও আসামির ব্যবহার করা জিনিসপত্রসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply