ধর্ষণের বিচার দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

|

সহপাঠীকে ধর্ষণের ঘটনায় কুর্মিটোলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

সোমবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বাসযোগে কুর্মিটোলায় পৌঁছে এ কর্মসূচি পালন করেন তারা।

ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মানববন্ধন করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে পৌনে ৪টার দিকে তারা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে বিমানবন্দর সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, যখন নিরাপদ ঢাকার কথা বলা হচ্ছে, তখন এভাবে একটি জনবহুল এলাকায় আমাদের সহপাঠী ধর্ষণের শিকার হয়েছে। আমরা দ্রুত ধর্ষককে আইনের আওতায় আনার দাবি জানাই।

শিক্ষার্থীরা এ সময় ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দেন। পরে তারা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply