টনক নড়েছে পুলিশের, আটক ৫৬ ছিনতাইকারি

|

অবশেষে টনক নড়েছে পুলিশের। রাজধানীতে হঠাৎ করেই ছিনতাই বেড়ে যাওয়ায় অভিযানে নেমেছে তারা। এরইমধ্যে বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি ধারালো অস্ত্রও।

রাজধানীতে ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে আরাফাত নামে ছয় মাসের এক শিশুর মৃত্যুর পরই বেশি করে আলোচনায় আসে রাজধানীর ছিনতাই। ছিনতাইয়ের কারণে এখনো হাসপাতালে ভর্তি অনেকে। কেউ কেউ হয়েছেন চিরতরে পঙ্গু। ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গিয়ে প্রাণ গেছে বিশ্ববিদ্যালয় ছাত্রের।

এসব ঘটনার পর বিশেষ অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে ৫৬ জনেকে। যাদের অধিকাংশই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে দাবী কর্মকর্তাদের।

নগরীর বস্তি এলাকাগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেশি বলে জানিয়েগোয়েন্দা পুলিশরে যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন-  বস্তিতে মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং  সেই মাদকের টাকা যোগাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

রাজধানীর ছিনতাইপ্রবন এলাকাগুলোতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

যমুনা অনলাইন- এফআর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply