ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক মজনুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। এর আগে মজনুকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা।
বুধবার ভোর রাজধানীর শেওড়া রেল ক্রসিং থেকে মজনুকে গ্রেপ্তার করে র্যাব। পরে ডিবির কাছে হস্তান্তর করে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে। তাই অধিকতর এবং গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান তিনি।
গেল রোববার রাজধানীর কুর্মিটোলায় বাস থেকে নামার পর ধর্ষক মজনু ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে ঝোপে নিয়ে ধর্ষণ ও মারধর করে। পরে ওই ছাত্রী মজনুর হাত থেকে ছাড়া পেয়ে বান্ধবীর বাসায় যায়। সেখান থেকে তারা ক্যাম্পাসে গিয়ে অন্য বন্ধুদের সহায়তায় ঢাকা মেডিকেলে যায়।
ঘটনা জানাজানির পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বিক্ষোভ করেন সচেতন নাগরিকরা। ধর্ষকের দ্রুত শাস্তির দাবি জানানো হয় এসব কর্মসূচি থেকে।
Leave a reply