লন্ডনে দু’টি ফ্ল্যাট, নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

|

পৌনে সাত কোটি টাকা পাচার করে লন্ডনে দু’টি ফ্ল্যাট কেনার অভিযোগে সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিরা হলেন- নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা।

দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে। সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে করা মামলায় জ্ঞাত আয় বহির্ভূত চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ আনা হয়। সেই অর্থ দিয়ে লন্ডনে ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেছেন। অন্যদিকে শ্রাবন্তী আমিনা হুদার সঙ্গে সিগমা হুদার মামলার এজাহারে, জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ আনা হয়েছে। সেই অর্থে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনে একটি ফ্ল্যাট কিনেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply