কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে অক্ষত আছেন ৪ পাইলট ও কো-পাইলটের সকলেই।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানায়, বুধবার সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এয়ারক্র্যাফট দুটি। এসময় আকাশে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। একটি বিমানে আগুন ধরে মহেশখালীর পালপাড়ায় অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় ছিটকে পড়ে। রাশিয়ার তৈরি ইয়াক-১৩0 মডেলের এয়ারক্র্যাফট দুটিতে চারজন পাইলট ও কো-পাইলট ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বিমানের আগুন নেভায়। উদ্ধার তৎপরতায় যোগ দেয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। নিরাপদে উদ্ধার করা হয় বিমান দুটির দুই পাইলট উইং কমান্ডার রাজিব ও উইং কমান্ডার আজিম এবং কো-পাইলট স্কোয়াড্ন লিডার শরীফ ও গ্রুপ ক্যাপ্টেন মনির’কে। এদের নেয়া হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা বিমানঘাঁটিতে। আর সেনাদিয়া দ্বীপ থেকে সবশেষ উদ্ধার হওয়া উইং কমান্ডার আজিমকে বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply