সিটি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি সুযোগ সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এসময়, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনী প্রচারণায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমদের মত সিনিয়র নেতারা অংশ নিতে পারছেন। সেখানে আওয়ামী লীগের সিনিয়র কোন নেতা প্রচারণায় অংশ নিতে পারছেন না।
মন্ত্রী জানান, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরানোই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মন্ত্রণালয়ের প্রধান এজেন্ডা।
Leave a reply