ভারতে দেশজুড়ে তীব্র বিরোধিতার মধ্যেই কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন। শুক্রবার থেকে আইনটি বলবৎ বলে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান অমুসলিম শরণার্থীরা সহজে নাগরিকত্ব পাবেন ভারতে।
বিজেপি সরকারের দাবি, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেয়া নিপীড়িত সংখ্যালঘুরা ভারতীয় হিসেবে বৈধতা পাবেন। প্রতিবেশি তিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, ধর্মীয় সংখ্যালঘু বিবেচনায় কেবল হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা পাবেন এ সুযোগ। ১০ জানুয়ারি থেকে আইনটি কার্যকরের কথা বলা হলেও, ১১ ডিসেম্বর পার্লামেন্টে পাস ও ভারতীয় প্রেসিডেন্টের অনুমোদনের পরই এর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অনেকে।
যদিও এখনও বাকি, আইনটি কার্যকরে যথাযথ কর্মপরিকল্পনা ও বিধিমালা প্রণয়ন। আইনটির বিরোধিতায় দেশজুড়ে চলমান আন্দোলনে গেল এক মাসে প্রাণ গেছে অনেক বিক্ষোভকারীর। হয়েছে ব্যাপক ধরপাকড়। ধর্মীয় বিবেচনায় নাগরিকত্ব দান ভারতের সংবিধান পরিপন্থি- অভিযোগ বিরোধীদের।
Leave a reply