Site icon Jamuna Television

জয়ের ব্যাপারে আশাবাদি আতিকুল ইসলাম

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। অভিজ্ঞতার আলোকে আধুনিক ও নারীবান্ধব ঢাকা গড়ার প্রতিশ্রুতি তার।

শনিবার সকালে মিরপুরে এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শাহ আলীর মাজার থেকে দোয়া পাঠের মধ্য দিয়ে তিনি প্রচারণা কার্যক্রম শুরু করেন। এসময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, এবারো উত্তর সিটির জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করবে। পুনরায় নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে উত্তর সিটি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম।

Exit mobile version