Site icon Jamuna Television

সারাদেশে তাপমাত্রা কিছুটা কমবে: আবহাওয়া অধিদপ্তর

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়েছে, দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। তবে ঘন কুয়াশা থাকবে দুপুর পর্যন্ত।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে তারা। কুয়াশায় ব্যাহত যানবাহন চলাচল। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগব্যাধি।

এদিকে, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ইকরামুল নামে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে গেল ২২ দিনে হাসপাতালে মারা গেলেন ১০ জন।

Exit mobile version