Site icon Jamuna Television

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারী শ্রমিককে হত্যা

ঢাকার ধামরাইয়ে সিরামিক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করেছে বাস চালক। ঘাতককে এরইমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল ভোরে কারখানার উদ্দেশ্যে বের হন ওই নারী শ্রমিক। এরপর কারখানার শ্রমিকবাহী একটি বাসে ওঠার পর থেকে খোঁজ মিলছিল না তার। পরে থানায় জিডি করেন স্বজনরা। এরপর তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় বাস চালক সোহেলকে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাঁঠালিয়া এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version