ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

|

এবার নির্ধারিত ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আগামী ১৩-১৪ জানুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘রাইসিনা ডায়ালগে’ অংশ নেয়ার কথা ছিল তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাইসিনা ডায়ালগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে সঙ্গী হওয়ার কারণে রাইসিনা ডায়ালগে অংশ নিতে পারছেন না প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজকদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি আবুধাবি সফর করবেন। সেখানে মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আরও দু’জন মন্ত্রী ভারত সফর বাতিল করেছেন। এ প্রসঙ্গটি সামনে এনে ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে, সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে সৃষ্ট উত্তেজক পরিস্থিতির মধ্যেই ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী নিজেদের সফর বাতিল করেন। এর এক সপ্তাহ পরেই দুই দেশের মধ্যে নদী জলচুক্তি সংক্রান্ত আলোচনাও বাতিল হয়ে যায়।

এনডিটিভি আরও উল্লেখ করেছে, সম্প্রতি অমিত শাহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি অবহেলার অভিযোগ এনেছেন। এই সব কারণেই বাংলাদেশের মন্ত্রীরা ভারত সফর বাতিল করেছেন বলে অনুমান।

যদিও পরপর কয়েকজন মন্ত্রীর ভারত সফর বাতিলের বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে তেমন কিছু বলা হয়নি।

আপডেট: এদিকে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ‘রাইসিনা ডায়ালগে’ অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নয়াদিল্লি সফর সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে সঙ্গী হওয়ার কারণে রাইসিনা ডায়ালগে অংশ নিতে পারছেন না প্রতিমন্ত্রী। এজন্য, আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। উল্লেখ্য, এই সফরে পূর্বনির্ধারিত কোনো দ্বিপাক্ষিক বিষয় নেই। সেখানে তার অংশগ্রহণ না করতে পারার পেছনে অন্য কোনো কারণ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply