২০২১ সালের মধ্যে তাইওয়ানের চেয়েও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ। এমন আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সন্ধায় হাতিরঝিলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শো পরিবেশন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০২৭ সালে পৃথিবীর ২৪তম দেশ এবং ২০৪১-এ বাংলাদেশ দখল করবে বিশ্ব অর্থনৈতিক ‘টপ টুয়েন্টি’র আসন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে উন্নত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তার দেখিয়ে দেয়া পথেই হাঁটছে সরকার। বলেন, তরুণ সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
Leave a reply