শর্তসাপেক্ষে অস্ত্রবিরতির ঘোষণা দিলো হাফতার বাহিনী

|

অবশেষে লিবিয়ায় শর্তসাপেক্ষে অস্ত্রবিরতির ঘোষণা দিলো খলিফা হাফতার বাহিনী। শনিবার এ ঘোষণা দেন হাফতার বাহিনীর মুখপাত্র আহমেদ আল-মোসমারি।

বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া এবং তুরস্কের প্রস্তাবেই সম্মতি জানানো হয়েছে। যা কার্যকর হয় শনিবার মধ্যরাত থেকেই। যদিও এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বিদ্রোহী কমাণ্ডার খলিফা হাফতার। এসময় সন্ত্রাসী গোষ্ঠী নির্মুলে সামরিক অভিযান অব্যাহতের ঘোষণা দেন তিনি।

রাজধানী ত্রিপোলি দখল নিয়ে জাতিসংঘ সমর্থিত সরকারের সাথে গেলো বছরের এপ্রিল থেকে সংঘাত চলছে হাফতার বাহিনীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply