টঙ্গীর এরশাদনগর এলাকায় বস্তিতে আগুনের ঘটনায় এক শিশু নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে ২ নং বস্তিতে আগুন লাগে। আগুনে পুড়ে যায় ৫টি দোকান ও ৩টি বাড়ি। এসময় ঘটনাস্থলেই মারা যায় শিশু রানা। পরে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সুত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply