চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছে মাশরাফী: পাপন

|

তরুণ মেধাবি ক্রিকেটারদের সুযোগ করে দিতেই সেচ্ছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বললেন মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার ক্রিকেট বোর্ডের মিটিং শেষে এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাাপন।

বিসিবি সভাপতি বলেন, বোর্ড মিটিং চলা অবস্থায় মাশরাফী আমাকে ফোন করে বলল ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তাকে যেন না রাখা হয়। কারণ হিসেবে সে আমাকে বলেছে তরুণ ক্রিকেটার যারা আছে আমি না থাকলে আরেকজন তরুণ ক্রিকেটার বেশি সুযোগ পাবে।

তিনি আরও বলেন, মাশরাফী যেহেতু নিজ থেকেই চুক্তিতে থাকতে চাচ্ছে না সেহেতু সামনে বোর্ডের যে নতুন চুক্তি হবে সেখানে মাশরাফীর নাম থাকবে না।

তবে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে চুপ থাকায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। যে কারণে আসন্ন ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকছেন না সাকিব।

পাকিস্তান সফর নিয়ে বিসিবি সভাপতি বলেন, সিরিজ সংক্ষিপ্ত করে শুধু টি২০ সিরিজ খেলে ফিরে আসার সরকারি অনুমোদন মিলেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply