ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে ৪ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
গতকাল ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। আটকের সময় তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা উদ্ধার করা হয়। ঐদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিইআইডি।
দুর্নীতি বিরোধী বিশেষ অভিযান শুরুর পর পরই ক্ষমতাসীন দলের এই দুই নেতা পালিয়ে বেরাতে থাকে। ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার চেষ্টাও করেন তারা। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মোট ৫ কোটি টাকা, ৭২০ ভরি স্বর্ণ ও ৫টি আগেয়াস্ত্র জব্দ করে র্যাব। ভল্টে টাকা রাখার জায়গা না হওয়ায়, টাকা স্বর্ণে রূপান্তর করতেন তারা। জোর করে বাড়ি দখলের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।
Leave a reply