ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মাঠ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার সৈকতের করা এক আবেদনের প্রেক্ষিতে এ ব্যাপারে ব্যাবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালককে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সৈকত বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠসমূহ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমি উপাচার্য বরাবর একটি চিঠি প্রেরণ করলে উপাচার্য স্যার এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিতে নির্দেশ দেন।
এর আগে উপাচার্য বরাবর আবেদনে সৈকত জানান, কেন্দ্রীয় খেলার মাঠ যত্রতত্র ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছেনা। সেইসাথে কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া নিয়ে মাইকে গান বাজার কারনে সাইন্স লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে। এছাড়াও মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগত মানুষের বিশ্ববিদ্যালয়ে আনাগোনা হয় যার ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা নিরাপত্তাহীনতায় ভােগে। বিষয়টি নিয়ে ডাকসুর একাধিক প্রতিনিধির কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন বলেও জানান ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত
Leave a reply