পুঁজিবাজারের টালমাটাল অবস্থার কারণে প্রায় ৫ বছর আগের অবস্থানে ফিরে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। লেনদেনও নেমেছে তলানিতে টানা দরপতনে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা। আতঙ্কিত হয়ে শেয়ার ছেড়ে দিচ্ছেন অনেকে। বলছেন, বাজার স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার কোন উদ্যোগ নেই।
নতুন বছরের শুরু থেকেই দরপতন চলছে পুঁজিবাজারে। এক দিনেই ডিএসই’র প্রধান সূচক ৮৭ পয়েন্ট কমে দাড়ালো চার হাজার ৩৬ পয়ন্টে। এ পরিস্থিতিতে, দুপুরে, মতিঝিলে, বিক্ষুব্দ বিনিয়োগকারীরা মানববন্ধন করেন। দাবি তোলেন বাজারের গতি ফেরানোর।
ডিএসইতে তালিকাভুক্ত ২৯৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। বেড়েছে মাত্র ৩২ টি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দরে পতন হয়েছে; বেড়েছে মাত্র ২১টির। টানা দরপতনে বেকায়দায় সাধারণ বিনিয়োগকারীরা। সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকেই। সংস্কারের তাগিদ দিয়েছেন তারা।
টানা দরপতনে বিনিয়োগকারীদের পাশাপাশি সংকটে পড়েছে ব্রোকারেজ হাউজও। আস্থাহীনতার কারণে মুখ ফিরিয়ে নিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও।
Leave a reply