পাকিস্তান সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টও খেলবে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তারা জানিয়েছে, ২৪ থেকে ২৭ জানুয়ারি ৩টি টি-টোয়েন্টি, ৭ থেকে ১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ও ৫ থেকে ৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট এবং ৩ এপ্রিল খেলা হবে ১টি ওয়ানডে।
অর্থাৎ তিন ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ।
এর আগে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নিরাপত্তার কারণে টেস্ট খেলতে চায়নি বাংলাদেশ।
মঙ্গলবার দুবাইয়ে আইসিসির বৈঠকে অংশ নিতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে আসেন পিসিবি সভাপতি এহসান মানি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথা বলেন। পরে আইসিসি সভাপতির মধ্যস্থতায় সুরহা হয় বিষয়টি।
Leave a reply