উপজেলার কমিউনিটি ক্লিনিক ছেড়ে ঢাকায় এসে বসে থাকা চিকিৎকদের চাকরি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহনকে শপথ পাঠ কারানো শেষে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডাক্তারদেরকে গ্রাম পর্যায়ে পাঠানোর পর তারা কায়দা করে ঢাকায় চলে আসার ব্যবস্থা করেন। এভাবে তো হয়না। তাহলে তারা প্রাইভেটভাবে প্রাকটিস করুন, অনেক টাকা পাবেন। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনে আমরা নতুন করে নিয়োগ দেব।’
বিষয়টি তদারিকর জন্য একটি ট্রাস্ট গঠনের কথাও বলেন শেখ হাসিনা। এছাড়া হাসপাতালগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে টেন্ডারের জন্য অপেক্ষা না করে আলাদা একটি ফান্ড গঠনের পরামর্শ দেয়া হয়। এই ফান্ড দ্রুত যে কোন প্রয়োজন মেটাবে।
অনুষ্ঠান শেষে সরকারি হাসপাতালগুলোর জন্য অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী।
Leave a reply