এবারের এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।
এছাড়া প্রশ্ন ফাঁসের গুজবে কেউ যেন কান না দেয়ার আহ্বান জানান তিনি। একই সাথে অবিভাবকদের প্রশ্নফাঁসের পেছনে না ছোটারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
Leave a reply