বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ভাসতে থাকা মরা তিমিটি মিয়ানমারের চরে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ সীমানায় দুই দিন ভাসার পরে আজ বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের উপকূলের নাফ নদীর মোহনায় চরে আটকা পড়ে। গত দুই দিন বিশাল আকৃতির মৃত ‘তিমি’ মাছটি বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় ভাসতে দেখা যায়।
গত বুধবার ১৫ জানুয়ারি সকালে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখতে পায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ট্রলার । বিকেলে ফেরার পথেও মাঝ সাগরে মরা তিমিটি ভাসতে দেখা গেছে।
স্থানীয় জেলেরা এটিকে ‘বালেন’ প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে।
জেলেরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে মরা তিমিটি নাফ নদীর মোহনার মিয়ানমারের চরে ভেসে যায়। জোয়ার নেমে ভাটা আসলে তিমিটি ঐ চরে আটকা পড়ে। টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলার চর থেকে মিয়ানমারের চরে মরা তিমিটি দেখা যাচ্ছে।মিয়ানমারে গিয়ে ঠেকলো মৃত তিমি
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ভাসতে থাকা মরা তিমিটি মিয়ানমারের চরে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ সীমানায় দুই দিন ভাসার পরে আজ বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের উপকূলের নাফ নদীর মোহনায় চরে আটকা পড়ে। গত দুই দিন বিশাল আকৃতির মৃত ‘তিমি’ মাছটি বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় ভাসতে দেখা যায়।
গত বুধবার ১৫ জানুয়ারি সকালে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখতে পায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ট্রলার । বিকেলে ফেরার পথেও মাঝ সাগরে মরা তিমিটি ভাসতে দেখা গেছে।
স্থানীয় জেলেরা এটিকে ‘বালেন’ প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে।
জেলেরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে মরা তিমিটি নাফ নদীর মোহনার মিয়ানমারের চরে ভেসে যায়। জোয়ার নেমে ভাটা আসলে তিমিটি ঐ চরে আটকা পড়ে। টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলার চর থেকে মিয়ানমারের চরে মরা তিমিটি দেখা যাচ্ছে।
Leave a reply