চার হাত-পা শূন্যে ছুড়ে লাফিয়ে উঠে দুরন্ত গতিতে ছুটেছে ষাঁড়। ছুটন্ত সেই ষাঁড়টির নিয়ন্ত্রণে জীবন বাজি রেখে জাপটে ধরেছে এক দুঃসাহসী তামিল যুবক। টানটান উত্তেজনা নিয়ে এই দৃশ্য দেখছে গ্যালারিতে বসা হাজার হাজার উৎসাহী দর্শক। বৃহস্পতিবার ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মাদুরাইয়ের পালামেদু গ্রাম থেকে তোলা। ফি বছর মকর সংক্রান্তির দিন থেকে দক্ষিণ ভারতে শুরু হয় পোঙ্গল। একইসঙ্গে শুরু হয় ষাঁড়ের লড়াই, যা জাল্লিকাট্টু উৎসব নামে বিখ্যাত। বিশেষ ধরনের ষাঁড় পালন করা হয় খেলাটির জন্য। ইতিহাস অনুযায়ী, খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে প্রথম শতাব্দীর মধ্যকার কোনো এক সময়ে প্রাচীন তামিলনাড়ুর মুল্লাই অঞ্চলের আদিবাসীদের লোকাচারের অংশ হিসেবে খেলাটির উদ্ভব ঘটে। এ বছর ২ হাজারের বেশি ষাঁড় অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। ১৫ তারিখ থেকে শুরু হয়েছে এই খেলা। চলবে ৩১ তারিখ পর্যন্ত।
Leave a reply